প্রতিনিধি ১ নভেম্বর ২০২০ , ৫:২৬:২৬ প্রিন্ট সংস্করণ
বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টারঃ
বিপিডিএ কেন্দ্রীয় কমিটির নির্বাচনে মোট ৪৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন । পরবর্তীতে বিধিমাফিক ২৭ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিপিডিএ নির্বাচন কমিশনার এর গেজেট মাফিক নিম্ন লিখিত প্রার্থীগন বিনা প্রতিদ্বন্দিতায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়।
কেন্দ্রীয় কমিটির মহাসচিব বলেন, নির্বাচিত প্রার্থীদের আগামী ২০/১১/২০২০ ইং তারিখে সকাল ৯ টার সময় আইএসিআইবি এর অঙ্গ প্রতিষ্ঠান ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতালের হল রুমে (জিনজিরা,সাভার,ঢাকায়)শপথ বাক্য পাঠ করানো হবে বলে জানিয়েছেন ।
উল্লেখ্য যে তিনি কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সকল প্রার্থীদের কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন।
বিপিডিএ নির্বাচিত প্রার্থীদের নাম,পদবি ও ঠিকানা
০১/ সহ সভাপতি
বিপিডিএ ডাঃ এইচ এম জাহাঙ্গীর আলম ঢাকা বিভাগ
০২/ সহ সভাপতি
বিপিডিএ ডাঃ মোঃ আমিরুল ইসলাম রংপুর বিভাগ
০৩/ সহ সভাপতি
বিপিডিএ ডাঃ মোঃ রফিকুল ইসলাম রংপুর বিভাগ
০৪/ সহ সভাপতি
বিপিডিএ ডাঃ মোঃ ফজলার আহাম্মদ চট্টগ্রাম বিভাগ
০৫/ সহ সভাপতি
বিপিডিএ ডাঃ মোঃ কামাল হোসেন খুলনা বিভাগ
০৬/ যুগ্ম মহাসচিব
বিপিডিএ ডাঃ মোঃ গোলাম সারোয়ার রংপুর বিভাগ
০৭/ যুগ্ম মহাসচিব
বিপিডিএ ডাঃ মোঃ মোশাররফ হোসেন খুলনা বিভাগ
০৮/যুগ্ম মহাসচিব
বিপিডিএ ডাঃ মোঃ ফজলুর রহমান তপন খুলনা বিভাগ
০৯/ সাংগঠনিক সম্পাদক
বিপিডিএ ডাঃ এম এ রহিম মিয়া রংপুর বিভাগ
১০/ সহ -সাংগঠনিক সম্পাদক
বিপিডিএ ডাঃ মোঃ মিজানুর রহমান রংপুর বিভাগ
১১/ সহ -সাংগঠনিক সম্পাদক
বিপিডিএ ডাঃ মোঃ রফিকুল ইসলাম রফিক ময়মনসিংহ বিভাগ
১২/ সহ -সাংগঠনিক সম্পাদক
বিপিডিএ ডাঃ মোঃ আলী আকবর সিলেট বিভাগ
১৩/ অর্থ সম্পাদক
বিপিডিএ ডাঃ মোঃ আকতার হোসেন বাবু রাজশাহী বিভাগ
১৪/ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক
বিপিডিএ ডাঃ মোঃ জব্বার হোসেন খুলনা বিভাগ
১৫/ সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক
বিপিডিএ ডাঃ মোঃ পাভেল মাহমুদ ঢাকা বিভাগ
১৬/ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
বিপিডিএ ডাঃ মোঃ আব্দুল মতিন চট্টগ্রাম বিভাগ
১৭/ শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক
বিপিডিএ ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন তুহিন ঢাকা বিভাগ
১৮/ ধম বিষয়ক সম্পাদক
বিপিডিএ ডাঃ মোঃ নাছির উদ্দীন সিলেট বিভাগ
১৯/ চাকরি ও কর্ম সংস্হান বিষয়ক সম্পাদক
বিপিডিএ ডাঃ মোঃ মতিয়ার রহমান রংপুর বিভাগ
২০/ ক্রীড়া সম্পাদক
বিপিডিএ ডাঃ মোঃ রফিকুল ইসলাম রংপুর বিভাগ
২১/বিপিডিএ ডাঃ মোঃ আমিরুল ইসলাম তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খুলনা বিভাগ
২২/ দুর্যোগ ও ব্যবস্হাপনা বিষয়ক সম্পাদক
বিপিডিএ ডাঃ হারুন অর রশিদ রাজশাহী বিভাগ