প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ১২:০৮:৪১ প্রিন্ট সংস্করণ
মেহেদী মাসুদ-পাবনা:
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,রবি মৌসুমে সরিষা সহ রবি ফসলের আবাদ বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম।এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহে আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ। উপজেলার প্রায় পাঁচ হাজার নয় শত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।