• Uncategorized

    বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং করোনায় সচেতন মুলক আলোচনা।

      প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২০ , ৪:৪৬:০০ প্রিন্ট সংস্করণ

     

     

    নুরনবী শাহ্– নীলফামারী প্রতিনিধি:

    বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাস COVID-19 এ সবাই যখন আতংকিত হয়ে নিজেকে চিকিৎসা সেবা থেকে গুটিয়ে নিয়েছে । ঠিক তখনই চিকিৎসা সেবার হাল ধরেছেন হোমিও প্যাথিক চিকিৎসকরা । মহামারীতে নিজের জীবন উৎর্সগ করে মানুষের ধারে ধারে গিয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছে হোমিও চিকিৎসক গন।

    তাই এই   মহামারীতে হোমিও চিকিৎসাক গন করোনায় সচেতন ও ফ্রি ক্যাম্প হোমিও প্লাজা 5/09/2020 তারিখে অনুষ্টিতে হয়। এ সময় উপস্থিত ছিলেন মর্ণেয়া অল্টারনেটিভ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আব্দুর রশীদ, উপস্থিত ছিলেন হোমিও প্লাজার প্রতিষ্ঠাতা ডাঃ মোজাহিদ হোসেন, ডাঃ নুরনবী শাহ্ ( মা-বাবার দোয়া হোমিও চিকিৎসালয়)  এ সময় আরে উপস্থিত ছিলেন মিডিয়া , মাঠ পর্যায়ের কর্মকর্তা বিন্দু।

    হোমিও চিকিৎসা ব্যবস্থাকে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসায় পরিবর্তন করে নতুন রূপে রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য।

    আরও খবর

    সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে নারী নিহত

    ঝুকিঁপূর্ণ সেই বহুতল ভবন থেকে রাতের মধ্যে লোকজন সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন সিসিক মেয়র

    পটুয়াখালীর লোহালীয়া নদীতে ব্রীজের নির্মান কাজ বর্ধিত সময় সম্পন্ন করার তাগিদ। মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ  পটুয়াখালী জেলার লোহালীয়া নদীর উপর নির্মানাধীন ব্রীজের ১৪টি স্প্যান বিশিস্ট ৫৭৬.২৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজের অসমাপ্ত নির্মান কাজ বর্ধিত সময় ২০২১ সনের জুন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিস্ট ঠিকাদারকে তাগিদ দিলেন  ২৩ আগস্ট রবিবার সকালে ব্রীজ পরিদর্শনে আসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য মোঃ জাকির হোসেন আকন্দ।  এ সময় সচিব জাকির হোসেন আকন্দ উপস্থিত সাংবাদিকদের বলেন, মহামারি করেনা ও দুর্যোগপুর্ন আবহাওয়ার কারনে ব্রীজ নির্মানের  নির্ধারিত সময় ডিসেম্বর মাসে কাজ সম্পন্ন করার সময় বেধে দেয়া হয়েছিল। কিন্তু করেনা ও ঝড়, বৃষ্টির কারনে ব্রীজের কাজ ব্যহত হয়। এ কারনে ব্রীজ নির্মানের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নবারুন ট্রেডার্স এন্ড আবুল কালাম আজাদ (JV) কে বলা হয়েছে।  এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জি এম সরফরাজ, এলজিইডি পটুয়াখালীর নিরবাহী প্রকৌশলী মোঃ আবদুস সত্তার, সিনিয়ার সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, উপ সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপ সহকারী প্রকৌশলী  মোঃ মইনুল ইসলাম প্রমুখ। এর আগে সচিব মোঃ জাকির হোসেন আকন্দ মুজিব জন্ম শত বর্ষ উপলক্ষে এলজিইডি কার্যালয়ের সামনে বকুল ফুল গাছের চারা রোওন করেন।  প্রকাশ উক্ত ব্রীজটি নির্মানে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা, চুক্তি মূল্য ৪৭.১৯ কোটি টাকা। এ ব্রীজটি নির্মান হলে জেলার বাউফল, দশমিনা, গলাচিপা ও ভোলা জেলার সাথে যেগাযোগে সহজ হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে হাজার হাজার মানুষ।এমনটাই আশা করছেন স্থানীয় জনসাধারণ।

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সি:সহ-সভাপতি হলেন মোঃ সুলতান মাহমুদ 

    পটুয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের    জেষ্ঠ ছেলে সহীদ শেখ কামালের ৭১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত।  

    বাগমারায় পুকুর থেকে ভ্যানচালক নয়নের লাশ উদ্ধার 

                       

    জনপ্রিয় সংবাদ