প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২০ , ৪:৪৬:০০ প্রিন্ট সংস্করণ
নুরনবী শাহ্– নীলফামারী প্রতিনিধি:
বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাস COVID-19 এ সবাই যখন আতংকিত হয়ে নিজেকে চিকিৎসা সেবা থেকে গুটিয়ে নিয়েছে । ঠিক তখনই চিকিৎসা সেবার হাল ধরেছেন হোমিও প্যাথিক চিকিৎসকরা । মহামারীতে নিজের জীবন উৎর্সগ করে মানুষের ধারে ধারে গিয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছে হোমিও চিকিৎসক গন।
তাই এই মহামারীতে হোমিও চিকিৎসাক গন করোনায় সচেতন ও ফ্রি ক্যাম্প হোমিও প্লাজা 5/09/2020 তারিখে অনুষ্টিতে হয়। এ সময় উপস্থিত ছিলেন মর্ণেয়া অল্টারনেটিভ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আব্দুর রশীদ, উপস্থিত ছিলেন হোমিও প্লাজার প্রতিষ্ঠাতা ডাঃ মোজাহিদ হোসেন, ডাঃ নুরনবী শাহ্ ( মা-বাবার দোয়া হোমিও চিকিৎসালয়) এ সময় আরে উপস্থিত ছিলেন মিডিয়া , মাঠ পর্যায়ের কর্মকর্তা বিন্দু।
হোমিও চিকিৎসা ব্যবস্থাকে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসায় পরিবর্তন করে নতুন রূপে রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য।