মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
বিদায় বেলায় অশ্রুসিক্ত তানোর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও বিল্লাল হোসেন।চোখে ছিলো জল,তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন ইউএনও বিল্লাল হোসেন।বিদায় শব্দটি তিন অক্ষরের হলেও এর যেন বিষাদে ভরা। বিদায়ের বেদনা যে কত কষ্টের সেটা যারা দেয় আর যারা নেয় তারা একমাত্র বুঝে।বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কার্যালয় থেকে বিদায় বেলায় দেখা গেলো এমন হৃদয় বিদারক চিত্র।এর আগে গতকাল বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান,প্রেসক্লাব, সাংবাদিকদের সংগঠনসহ বিভিন্ন সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দরা ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান।
বিদায়কালে ইউএনও বিল্লাল হোসেন বলেন,ভালো থাকুক তানোর উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী,জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহায়তা পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচকভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি,কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।বিদায় বেলায় উপস্থিত বেশির ভাগ মানুষের চোখেই ছিলো জল। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই।তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। পরিশেষে তানোর উপজেলার সকল মানুষের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.