• আমার দেশ

    বিতর্ক সৃষ্টি হয় এমন কোন জায়গায় আমরা হাত দেবো না জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে রাজশাহীতে ধর্ম উপদেষ্টা

      প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৪ , ৯:৪৪:২৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে রাজশাহীতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এগুলো বিতর্ক সৃষ্টির প্রয়াস আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোন জায়গায় আমরা হাত দেবো না। আমরা হলাম অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করা।

    তিনি আজ দুপুরে রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মালম্বী ও সুধিজনদের সাথে মতবিনিময় আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা আরো বলেন, মাদ্রাসার ছাত্রদের পূজোর সময় তাদের সম্পৃক্ত করতে বলেছি তারা মন্দির পাহারা দিবে। যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা করে তারা মানবতার শত্রু। তারাই ক্রিমিনাল। আমরা ক্রিমিনালদের ধরে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নিচ্ছি।
    মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ