প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২২ , ১০:০৬:৫৮ প্রিন্ট সংস্করণ
শাহনেওয়াজ শাহ্ -ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে “বিজয়নগর উপজেলা প্রেসক্লাব” এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ রমজান বুধবার (২৭ এপ্রিল) উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ের বিল্ডিংয়ের ছাদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, এসিল্যান্ড রাবেয়া আসফার সায়মা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.তানবীর ভূঞা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান ভূঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহানূর জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান চৌধুরী, সাবেক শিক্ষক আব্দুর রশিদ খাঁন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সারোয়ার হাজারী পলাশ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস সরকার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম দেওয়ান, প্রভাষক আল আমিন, আশিকুর রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ এবং প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওনানা আবু ইউসুফ।