শাহনেওয়াজ শাহ্ - ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশে এই প্রথম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসন এর আয়োজনে সুবর্ণজয়ন্তী র্যালি ও বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার ১৭ মার্চ দুপুর ২ টায় বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার মাসে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আগত জাতীর শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধিদের নিয়ে বিজয়নগর উপজেলা প্রশাসন এর আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিষু চন্দ্র দেব এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দবীর হোসেন ভূইয়া।উপস্থিত ছাত্রছাত্রী ও নতুন প্রজন্মের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ কালীন সময়ের যুদ্ধ সৃতি নিয়ে এসময় বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেক সিদ্দিকি, ডেপুডি জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী মো. রতন মিয়া, এডভোকেট আক্তার হোসেন সাইদ, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বকুল, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা, ইছাপুর ইউপির চেয়ারম্যান জিয়াউল হক বকুল প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা গন বক্তব্যকালে বলেন, সারা বাংলাদেশে ১১ সেক্টরে ভাগ হয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় জুলুম নির্যাতন এর বিরুদ্ধে যুদ্ধ করেছি। ১১ টি সেক্টরে মাঝে ব্রাহ্মণবাড়িয়া জেলা ২ টি সেক্টরে ভাগ করে যুদ্ধ করেছি। আজকের বিজয়নগর উপজেলা যুদ্ধকালীন সময়ে ৩ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। তারা উপস্থিত ছাত্র-ছাত্রী ও তরুণ সমাজের উদ্দেশ্যে আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ভবিষ্যতে তোমরা এই দেশ পরিচালনা করবে বলে বিশ্বাস করি।
উক্ত সমাবেশ শেষে মুক্তিযোদ্ধাদের বিজয়ী র্যালী, মুক্তিযুদ্ধের সৃতি বিজড়িত এলাকা খ্যাত মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী এলাকার তরুণ প্রজন্মদের নিয়ে আয়োজিত আরও একটি সমাবেশে অংশগ্রহণ করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.