শাহনেওয়াজ শাহ্-ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসন এর আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।
বৃহস্পতিবার ১৭ মার্চ সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ, বিজয়নগর থানা পুলিশ, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব, উপজেলা প্রশাসন এর বিভিন্ন দপ্তর, অফিসার্স ক্লাব সহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।
উপজেলা প্রশাসন এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাসুম, সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা, বিজয়নগর থানা অফিসার ইনচার্জ মির্জা মুহাম্মদ হাছান প্রমুখ।আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের নানা সেবা মূলক ২৭টি স্টলের ছয়দিন ব্যাপী মুক্তির উৎসব সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করা হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.