• Uncategorized

    বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালিতে পটুয়াখালীতে মহিলা দলের হাতাহাতি ঘটনা

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৪৫:৫৫ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার:

    ১০ টার সময় পটুয়াখালী শহরস্থ বনানী মোড় এলাকায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়।

    উক্ত আলোচনা সভার মধ্যেই ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে মহিলাদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। অনেক্ষণ ধরে চলা এই হাতাহাতি এক পর্যয়ে সংঘর্ষে রুপ নেয়ার আগেই আহব্বায়ক কমিটির সদস্য মোস্তাক আহম্মেদ পিনু এগিয়ে গিয়ে তাদেরকে নিবৃত করেন। পরে সকাল ১০টায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বনানী মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

    এসময় র‍্যালিটি বনানী মোড় থেকে পৌরসভা মোড় হয়ে কিছুপথ প্রদর্শন করে আবার বনানী মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। হাতাহাতির বিষয়ে মহিলাদলের নেতাদের কাছে জানতে চাইলে ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজী হননি মহিলা নেতাকর্মী।

    আলোচনাসভায় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নি মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, দেলোয়ার হোসেন খান নান্নু, মোফাজ্জেল হোসেন দুলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবির হোসেন, জেলা যুবদলের নেতা গাজী আশফাকুর রহমান বিপ্লব, সদর উপজেলা যুবদলের সভাপতি রিমানুল ইসলাম রিমুসহ কয়েক হাজার নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন । উল্লেখ্যঃ এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল বের করে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির শত শত নেতাকর্মী এসময় ভিড় জমায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ