প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:৫৯:০৪ প্রিন্ট সংস্করণ
মোঃ মিজানুর রহমান-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি সরকারি বাহিনীর গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। জাতিসংঘের স্বীকৃতির ফলে একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।এধারাবাহিকতায় সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে সলঙ্গা থানা বিএনপি’র উদ্যোগে মহান২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য খোন্দকার মারুফ হাসান খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমান, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সেলিম এলাহী, আঃ মোমিন, থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রন্জু আহমেদ মুন্সি, যুগ্ম আহবায়ক আঃ মজিদ সরকার, আরিফুল হক লিখন, থানা শ্রমিকদলের সভাপতি আহসান হাবিব, থানা কৃষকদলের সভাপতি ফজলার রহমান,
দিবসটি উপলক্ষ মঙ্গলবার(২১ফেব্রয়ারী) সকাল ৮ টার সময় বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় সলঙ্গা থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্নার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে থানা বিএনপি,র সাধারণ সম্পাদক আঃ আলীম সরকার শারীরিকভাবে অসুস্থ থাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে সভাপতি মতিয়ার রহমান সরকার ও সাংগঠনিক সম্পাদক আঃ লতিফ সরকারের নেতৃত্বে প্রায় দের হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।