প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২১ , ২:১৭:৫৬ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া শেরে- বাংলা স্মৃতি পদকে ভূষিত হয়েছেন।গত (২৯ জানুয়ারি) ঢাকায় কেন্দ্রীয় কচি- কাঁচা মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এ পদক তুলে দেন অগ্রগামী মিডিয়া ভিশন।এদিকে জানাযায়, মহামারি করোনা ভাইরাসের প্রথম দিকে সরকারি নির্দেশনা অনুযায়ী হাওড় অঞ্চলের মানুষকে জনসচেতনতা করতে স্বাস্থ্য সচেতনতাওহ সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ভূইঁয়া’কে এ পদকে ভূষিত করলেন।করোনা মহামারীর সময় সরকারি পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও রেখেছেন অসামান্য ভূমিকা।জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি কয়েক হাজার লিফলেট ছাপিয়ে এলাকার জনসাধারণের মাঝে বিতরণ করেছেন। রাস্তার গুরুত্বপূর্ণ স্হানে তিনি নিজ অর্থায়নে লাগিয়ে ছিলেন, করোনা সুরক্ষায় সচেতনতামূলক ব্যানার। তিনি নিজ উদ্যোগে খেটে খাওয়া মানুষের মাঝে স্বাস্থ্যসুরক্ষায় সাবান ও মাস্ক বিতরণ করেছেন।
সারা দেশের ন্যায় সরাইল উপজেলায় লকডাউন ঘোষণা করার পর শ্রমজীবী মানুষ ঘরবন্দি হয়ে ভাটি এলাকার হাজার হাজার মানুষ। সরকারি অনুদানে’র পাশাপাশি তিনি নিজ উদ্যোগে অরুয়াইল ইউনিয়নের হত হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।শুধু তাই না গভীর রাতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য পৌঁছে দিয়েছেন।যার জন্য ২০২০ শেরে বাংলা স্মৃতি পদকে করোনা মহামারীতে জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অগ্রগামী মিডিয়া ভিশন এর পক্ষ থেকে এ পদক তুলে দেন অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশারফ ভূইঁয়া’র হাতে। এ সময় উপস্থিত ছিলেন অথিতি বৃন্দগন।