প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২১ , ১১:১০:৩৯ প্রিন্ট সংস্করণ
কবিতা:বাসনা
লেখায়-লুৎফুন নাহার রিমা
খোলা আকাশ…
সবুজ ঘাসের উপর….
দখিনা বাতাসে…
জোসনা ভরা রাতে…
চারিদিকে নির্জনতা…
শুধুমাত্র নিঃশ্বাসের শব্দ কানে ভাসে…
একাকী আনমনে শুয়ে আছি…
আকাশের দিকে তাকিয়ে ভাবছি…
জীবনের হিসাব নিকাশ করছি…
কি পেলাম…!!
কি না পেলাম…!!
জীবনের ঘড়ি কারো জন্য অপেক্ষা করছে না
ঘোড়ার ন্যায় দ্রুত বেগে, নদীর মত নিঃশব্দে ছুটে চলছে।
মাঝে মাঝে পাখির ডাক কানে এসে লাগছে,
ওরা জানে… আমি যা ভাবছি…
আচ্ছা আমি কেন পাখি হলাম না !!
শুধু উড়ে বেড়াতাম, ছুঁয়ে দেখতাম প্রকৃতিকে।