• সাহিত্যে

    “বাবা” কলমে:কণা মির্জা

      প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২১ , ১০:১৪:৩৬ প্রিন্ট সংস্করণ

    বাবা
    কলমে:কণা মির্জা

    বাবা মানে এক রহস্য!
    এক বিশলতা-
    বাবা মানে বিশ্বটাকে বাবার চোখেই দেখা।
    বাবা মানে অনেক কথা অনেক খানি চাওয়া –
    বাবা মানে তপ্ত রোদে
    এক টুকরো মেঘ শীতল ছাঁয়া,
    বাবা মানেই অনুপ্রেরণা
    বাবা মানে আগলে রাখা,
    এক সাহসের গল্প
    বাবা মানে প্রথম হাটা চলা-
    প্রথম হাতে খড়ি, পড়া লেখা
    বাবা মানে প্রথম স্কুল,
    সাইকেলের প্যাডেলে প্রথম পা রাখা-
    বাবা মানে ডুব খেলে ঐ
    প্রথম সাতার শেখা-
    বাবা মানেই অনুকরণীয় আদর্শ
    চিরশ্বাশত এক সম্পর্ক।
    বাবা মানেই অধিকার
    বাবা মানেই সেক্রিফাইজ
    নিজের ইচ্ছে দমিয়ে রাখা,
    বাবা মানে কাঙ্খিত এক গন্তব্যে পৌঁছে দেওয়া।
    বাবা মানেই “লাইফ ইজ বিউটিফুল ”
    বাবা মানে “গুইডো ও ছেলে যশোয়া”
    জীবন মৃত্যুর খেলা।