মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটোরিকশা থেকে পড়ে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। নিহত ব্যাংক কর্মকর্তা রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট কলেজ পাড়ার সইজুদ্দিনের পুত্র নাজমুল হক রিপন( ৪২)। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম (আইসিটি)পদে কর্মরত ছিলেন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি ফেরার পথে রহনপুর -নাচোল সড়কের বহিপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে একটি অটোরিকশা যোগে ব্যাংক কর্মকর্তা রিপন ও তার বন্ধু নাচোল থেকে রহনপুর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি ও তার বন্ধু বাড়ি ফেরার জন্য রহনপুর যাচ্ছিলেন।
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান,নিহত ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় গোমস্তা পুর থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে#
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.