• দুর্ঘটনা

    বাঘায় প্লাস্টিকের গোডাউনের আগুন দুই ঘন্টায় নিয়ন্ত্রণ

      প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৪ , ১০:০৫:২৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    আজ শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
    পরে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কারো হততের কোন খবর পাওয়া যায়নি। তবে গোডাউনের ভেতরে থাকা জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ওহিদুল ইসলাম জানান,

    বিকেল তিনটার দিকে বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া এলাকার একটি ক্যারেটের গোডাউনে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক রাজশাহীর ইউনিটের বিভিন্ন স্থানের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। এসময় আগুনের তীব্রতায় পুরো এলাকায় কালো ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। এসময় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কি কারনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখনো সেটি অনুসন্ধান করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ