• বরিশাল বিভাগ

    বাকেরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২২ , ১২:৪৪:৩১ প্রিন্ট সংস্করণ

    বাকেরগঞ্জ:

    “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাকেরগঞ্জে আন্তর্জাতিক নারী পক্ষ দিবস ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। ৯/১২/২০২২ বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে সংবর্ধনা দেয়া হয়। “জয়িতা অন্বেষণে বাংলাদেশ ” শীর্ষ কার্যক্রমের আওতায় উপজেলার শ্রেষ্ঠ ৪ জন জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা নাজনীন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক বিপ্লব মিত্র, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, তথ্য আপা মাহবুবা মাহি প্রমূখ। উপজেলার ৪জন সংবর্ধিত শ্রেষ্ঠ জয়িতা হলেন সাফল্য অর্জনকারী নারী মোসাঃ নুসরাত জাহান লামিয়া, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন্নাহার বেগম, সফল জননী মোসাম্মাৎ নাসরিন বেগম, নারী নিযাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী সুমি আক্তার হীরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ