মোঃ মহসিন মীর-বাউফল, প্রতিনিধি:
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা। বাউফল পৌরসভার ইমাম কমিটির উদ্যোগে শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, থানা মসজিদের খতিব মাওলানা আবু তাহের, গোলাবাড়ী শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান, বাংলাবাজার পঞ্চায়েত বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা ইমাম হোসেন, কলেজ জামে মসজিদের খতিব ও পৌর ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ শাহজাহান, পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক মোঃ আইউব বিন মুসা প্রমুখ। বিক্ষোভ মিছিলে পৌরসভার বিভিন্ন মসজিদের কয়েক হাজার মুসল্লীরা অংশ গ্রহণ করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.