• Uncategorized

    মুসল্লীদের বিক্ষোভ মিছিল

      প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৩ , ১১:৫৩:৩৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ মহসিন মীর-বাউফল, প্রতিনিধি:

    ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা। বাউফল পৌরসভার ইমাম কমিটির উদ্যোগে শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

    এ সময় বক্তব্য রাখেন, থানা মসজিদের খতিব মাওলানা আবু তাহের, গোলাবাড়ী শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান, বাংলাবাজার পঞ্চায়েত বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা ইমাম হোসেন, কলেজ জামে মসজিদের খতিব ও পৌর ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ শাহজাহান, পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক মোঃ আইউব বিন মুসা প্রমুখ। বিক্ষোভ মিছিলে পৌরসভার বিভিন্ন মসজিদের কয়েক হাজার মুসল্লীরা অংশ গ্রহণ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ