প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ১০:৫৯:১২ প্রিন্ট সংস্করণ
মোঃমহসিন-বাউফল, প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় বাড়ির ছাদ থেকে সুমাইয়া আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকাল সারে পাঁচটার দিকে উপজেলার কালাইয়া সিনেমা হল সড়কে এ ঘটনা ঘটে। সুমাইয়া মো. সেলিম মিয়ার মেয়ে। মেয়েটিকে উপজেলার নওমালা কলেজের সহকারী অধ্যাপক আ স ম কবীরুজ্জামান লালনপালন করতো।
সুত্রে জানা গেছে, সোমবার বিকাল সারে পাঁচটার দিকে সুমাইয়া ছাদে খেলতে ছিল।
ছাদের উপড় দিয়ে একটি বিদ্যুৎ সঞ্চালনের একটি লাইন থাকায় ওই তারে শক খেয়ে নিচে ছিটকে পড়ে য মাধা ফেটে গিয়ে অচেতন হয়ে পড়ে সুমাইয়া। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে (সুমাইয়াকে) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, খোঁজ খবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।