• দুর্ঘটনা

    বাউফলে ট্রাক চাপায় এক পুলিশ সদস্য আহত

      প্রতিনিধি ১২ জুলাই ২০২৩ , ১১:২১:৪৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ মহসিন মীর-বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    পটুয়াখালীর বাউফলে ট্রাক চাপায় মোঃ তাওহিদ(৪৫) নামে এক পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়েছে। বুধবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের কুন্ডপট্টি এলাকায় ঘটে এ দূর্ঘটনা।

    বাউফল থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মালবাহী ট্রাকটি উপজেলার কালাইয়া বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময়ে থানার অদূরে কুন্ডুপট্টি এলাকায় পুলিশ সদস্য তাওহীদকে চাপা দিলে তাওহীদের বাম হাত সম্পূর্ণ থেতলে যায়। স্থানীয়রা তাওহীদকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত্বর আহত তাওহীদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আল মানার হাসাতালে নিয়ে যাওয়া হয়।

    এ ঘটনায় ট্রাক ও ট্রাক ড্রাইভার তরিকুল (৩৫)কে আটক করা হয়। আটক তরিকুল টাঙ্গাইলের ঘাটাইল উপজলোর বিরচারি গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিচুল হক বলেন, তাওহীদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ট্রাক ও ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ