মোঃ আবুবকর মিল্টন-বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
বাউফলের ট্রলির ধাক্কায় নান্টু বয়াতী (৪০) নামেন এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার বিলবিলাস বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মদনপুরা ইউনিয়েনের মাঝপাড়া গ্রামের নান্টু বয়াতী অটোরিক্সা নিয়ে যাত্রির অপেক্ষায় বিলবিলাস বাজারে রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রলী মিন্টুকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখে গতকালকেই তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৮ টায় মারা যান তিনি। ওদিকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা ট্রিলিটি আটক করেন। কিন্তু ট্রলির মালিক স্থানীয় এক প্রভাশালী রাজনৈতিক নেতা হওয়ায় ঘটনার সাথে সাথে ট্রলি ছাড়িয়ে নিয়ে যান। এব্যপারে বাউফল থাানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, এঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে একটি মামলা করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.