বাউফলের তেঁতুলিয়া ও লোহালিয়া নদীর অস্বাভাবিক জোয়ারে পানিতে কেশবপুরের জাফরাবাদ, মমিনপুর, বাতামতলি, ধুলিয়া, মঠবাড়িয়া, নাজিরপুরের ধানদী, বড় ডালিমা, নিমদী কচুয়া, কাছিপাড়া, চন্দ্রদ্বীপ ও কারখানার ১১টি গ্রামসহ কমপক্ষে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
ঘরবাড়ি, পুকুর পানিতে থৈ থৈ করছে। কোমর থেকে বুক সমান পানিতে সয়লাব হয়ে গেছে মাইলের পর মাইল এলাকা। ধুলিয়া লঞ্চ ঘাট এলাকায় ভাঙ্গনরোধে ফেলা বালু ভর্তি জিও ব্যাগের বাঁধ উপচে পানি ভিতরে প্রবেশ করছে। পানিতে তলিয়ে গেছে অনেক এলাকার আমনের বীচতলা।
তেঁতুলিয়ার নদীর মধ্যবর্তী চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা জানান, চরনিমদী, চরব্যারেট, চর রায়সাহেব, চরওয়াডেল এবং মিয়াজানের বেড়ি বাঁধের বাইরের কিছু অংশ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ওই সব এলাকার আমন বীচতলা তলিয়ে গেছে।
চরব্যারেটের ইউপি সদস্য জসিম উদ্দিন মৃধা জানান, পশ্চিম চরব্যারেটের দক্ষিণ এলাকা থেকে কামাল হাওলাদের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তার বিভিন্ন অংশে ভেঙ্গে ভিতরে পানি প্রবেশ করেছে । এ ছাড়াও দরর্জি বাড়ি থেকে সেলিম মাঝির দোকান পর্যন্ত পৌনে ১ কিলোমিটার কাঁচা সড়ক পানিতে তলিয়ে গেছে। ভেঙ্গে গেছে অধিকাংশ জায়গা ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.