মোঃ আবুবকর মিল্টন-পটুয়াখালী জেলা প্রতিনিধি:
গতকাল সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শান্ত গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শিশু বাউফল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সদর ইউনিয়নের বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আব্দুর রহিম গাজী পেশায় একজন দিনমজুর। এঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিশু মো. সাইদুল ইসলামের (১৩) মা মোসা. রেহেনা বেগম।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, শিশু শিক্ষার্থী সাইদুলের পরিবারের সাথে অভিযুক্ত খান মো. নওতাজের পরিবারের মধ্যে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। সোমবার সন্ধ্যায় মায়ের জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার পথে শিশু সাইদুলের পথ রোধ করেন নওতাজ। এরপরে সাইদুলকে কয়েকটি চড় থাপ্পড় মারে অভিযুক্ত। পরবর্তীতে সাইদুলকে আটকে রেখে তাকে দিয়ে তার বাবা রহিমকে ফোন করানো হয়।
তিনি আসলে শিশু শিক্ষার্থীকে ছেড়ে দিবে বলে জানাতে বলেন নওতাজ। ঘটনাটি শিশুর বাবা তার মাকে জানালে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশু সন্তানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী শিশুর মা রেহেনা বেগম বলেন, আমার পোলার দোষ কি? ওরে আটকাইয়া নির্যাতন করা হইলো ক্যা। আমরা বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত খান মো. নওতাজ বলেন, আমাদের বাড়ির টিউবওয়েল ও আমার পোষা কবুতর চুরি করেছে সাইদুল। সেটা জিজ্ঞেস করার জন্য ডাকলে সাইদুল তার সাথে সৌজন্যমূলক আচরণ করেন। এ কারণে তিনি সাইদুলকে একটি চড় মারেন। বাকি অন্যান্য সকল অভিযোগ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন বলেন নওতাজ। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.