মোঃ মহসিন মীর-বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে রাতের আধাঁরে সিঁদ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় নানী মোসা.রওশন আরা(৬০) ও নাতনী মোসা. হাবিবা বেগম(১৩)কে ধারালো দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জকম করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে কনকদিয়া ইউনিয়নের বউতলী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই ঘরে নানী ও নাতি দুজনই বসবাস করতো। হামলার সময় তাদের ডাকচিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহতদের আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে তাদের উপর হামলা চালানো হয়েছে তার কারণ জানা যায়নি।এ ঘটনায় সিয়াম হোসেন(১৭) নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তার বাবার নাম আল মামুন। বাউফল থানার অফিসার ইন চার্জ(ওসি) মো.আরিচুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুজেঁ বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.