প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২২ , ১২:৪৮:৫৫ প্রিন্ট সংস্করণ
আবুবকর মিল্টন-বাউফল পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে নিষিদ্ধ গাঁজা সেবনের সময় হাতেনাতে ৫জন কে আটক করেছে থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১শত টাকা জরিমানা সহ ১বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন দাসপাড়া-কালাইয়া ল্যাংড়া মুন্সির পোল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন।
আটককৃত কারাদণ্ড প্রাপ্তরা হলেন, ১/মোঃ ফোরকান মৃধা (৪০), পিতা মোঃ জাহাঙ্গীর মৃধা, গ্রাম- কালাইয়া ২নং ওয়ার্ড। ২/মোঃ মেহেদী গাজী (২৮), পিতা মোঃ ইউনুস গাজী, গ্রাম- কালাইয়া ১নং ওয়ার্ড। ৩/মোঃ নান্নু হাওলাদার (৩০), পিতা মোঃ আবুল কালাম, গ্রাম- কালাইয়া ২নং ওয়ার্ড। ৪/মোঃ শাহীন বার্বুচী (৩৮), পিতা মৃত আলাউদ্দীন বার্বুচী, গ্রাম- পূর্ব খেজুরবাড়িয়া ৪নং ওয়ার্ড, দাসপাড়া। ৫/মোঃ রেজাউল কাজী (৪০), পিতা মৃত বাদশা কাজী, গ্রাম- কালাইয়া ২নং ওয়ার্ড, কালাইয়া, বাউফল, পটুয়াখালী।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় ওই ৫জন গাঁজাখোরদের গাঁজা সেবন অবস্থায় হাতেনাতে আটকপূর্বক প্রত্যেককে ১শত টাকা জরিমানা সহ ১বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান রয়েছে। কেউ যদি সঠিক তথ্য দেয় সেখানেই উপজেলা প্রশাসন অভিযান চালাবে।”