আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ
বাউফল উপজেলায় নাজিরপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ এস. এম. মহসিন চশমা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৪ হাজার ৮ শত ঊনসত্তর। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ ইব্রাহিম ফারুক নৌকা প্রতিক নিয়ে ৪ হাজার ৮ শত চার ভোট পোয়েছেন। ১ হাজার ২ শত তেপ্পান্ন ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ জাকির হোসেন আকন।
৬ সেপ্টেম্বর ইভিএম এর মাধ্যমে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ইভিএম পদ্ধতির কারনে সুষ্ঠভাবে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। গ্রহণযাগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে ১১ জন ম্যাজিষ্ট্রট দায়িত্ব পালন করছেন।প্রতিটি কেন্দ্রে ৮ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার রয়েছেন। এছাড়া র্যাবের ৪ টিম ও ২ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়।
নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ইউনিয়নের মোট বোটার সংখ্যা ২২ হাজার ২৫ জন।
উল্লখ্য, এ বছরর ১৯ ফেব্রুয়ারি ওই ইউনিয়নর নির্বাচিত চেয়ারম্যান আমির হোসন হৃদরাগ আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পদটি শূন্য হয়। এ শূন্যপদে গত ২৭ জুলাই নির্বাচন হওয়ার কথা থাকলেও জেলা আওয়ামী লীগের এক সদস্য ইভিএম নিয়ে অগ্রহণযোগ্য মন্তব্য করায় নির্বাচন স্থগিত করা হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.