• সাহিত্যে

    ‘বাংলা ভালোবাসি’ লেখক-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ২২ এপ্রিল ২০২২ , ৪:০৩:১১ প্রিন্ট সংস্করণ

    বাংলা ভালোবাসি
    লেখক-শিহাব আহম্মেদ

    বিশ্বাস করো বাংলা
    আমি তোমায় ভালোবাসি।
    সদা সন্ত্রস্ত, কেতাদুরস্ত,
    তোমাদেরই অবিচ্ছেদ্য,
    অকৃত্রিম ভালোবাসায়
    আমি আবদ্ধ।

    আমার নিজের স্বপ্ন
    রঙিন কাঁচের মত,
    ভংগুর, নিষ্পেষিত,
    নিজেকে করেছি তাই সমর্পিত
    এখন শুধু বাংলার কল্যাণেই
    আজীবন প্রতিজ্ঞাবদ্ধ।

    হয়তো তোমার মত
    অসংখ্য তুমি আছো,
    এই বিস্তীর্ণ চরাঞ্চলে
    আমার আদীগন্ত গ্রামাঞ্চলে,
    শহরের উপকন্ঠে,
    শহরতলীর বাঁকে,

    তোমার স্নেহের পরশে
    ক্ষুদ্র আর কম খরচে
    রৌদ্রোজ্জ্বল টলমলে
    অশ্রুপাতের তাবুতে
    কত নাম না জানা
    বুভুক্ষু মানুষ থাকে।

    তুমিতো নিশ্চয়ই জানো,
    আমি প্রচলিত ধারার বাইরে,
    আমার ভালোবাসা অপ্রকাশ্য,
    আমার অন্তরাত্মাও আলস্যময়,
    যদিও ধোঁয়া তুলসীর মত তা
    নিষ্কলঙ্ক নয় –

    আমারও ইচ্ছে আছে,
    ক্ষুধা আছে, প্রেম আছে,
    জাগতিক সুখ সাধ,গল্প আছে, নাটকীয়তা অল্প আছে,
    কল্পনায় ভর করা স্বপ্ন আছে,
    কারো প্রতি দুর্বলতা আছে নিশ্চয়।

    সেগুলোকে থামাই কেবল
    আধ্যাত্মিক শক্তি দিয়ে,
    খোলামেলা আকাশে দম নিয়ে,
    মনের চার দেয়ালে বন্দি করি
    নিজের চাওয়া পাওয়ার সকল
    জব্দ তালিকা –

    কচ্ছপের মত খেটে
    ফিরে যাই রোজ হেটে
    বাড়ি যাই, তারই কাছে,
    নাতিদীর্ঘ বাঁশের আড়ত হতে ,
    বুকে পুঁতে মিছে স্বপ্নের
    অসংখ্য ভালোবাসার বালিকা।

    ঢাকার অলিতে গলিতে
    যেখানে যেমন ফাঁক পাই
    চক্ষুযগল তাক করি,
    তোমার জন্য একখানা
    চাকরী নামের
    সোনার হরিণকে খুঁজি।

    মাসে অন্ততপক্ষে কিছু পাও,
    যেন ঠাঁই হয়,
    একটুকরো ছাদের নীচে
    নিজের বেতনে তুমি,
    বাচ্চাদের মুখে তুলে দিতে পারো
    যাই পাও রুটি রুজি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ