প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৪ , ১১:০৩:৫০ প্রিন্ট সংস্করণ
শাহ সাহিদ উদ্দিন-কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা দেবীদ্বার উপজেলায় আমেরিকার প্রতিষ্ঠাতা ব্যবসায়ী জিএফবি গ্রুপ লিমিটেড এর চেয়ারম্যান গোলাম ফারুক ভূইয়া’র সহযোগিতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ দেবীদ্বার উপজেলা শাখার তত্ত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। দেবীদ্বার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সাংবাদিক শাহ জালালের সঞ্চালনায়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ দেবীদ্বার উপজেলা শাখার সভাপতি মোঃ মাসুদ রানার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ নয়ন মিয়া, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ধামতী দরবার শরিফের পীর মাওলানা বাহা উদ্দিন আহম্মেদ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন (বাসকপ) এর কুমিল্লা উত্তর জেলা সভাপতি এটিএম সাইফুল ইসলাম মাসুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, রায়হান উদ্দিন রুবেল, শাহ সাহিদ উদ্দিন, দফতর সম্পাদক শামিমুল ইসলাম।
অন্যান্নদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বাসকপ দেবীদ্বার উপেেজলা’র সহ-সভাপতি শাহ পরান, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন রবিন, আবদুল্লাহ সামি, মো. আবদুল আলীম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশার, ফখরুল ইসলাম ভূইয়া, আতিকুর রহমান, প্রচার সম্পাদক শামিম আহমেদ, দফতর সম্পাদক মো. ইব্রাহিম হাসান ভূইয়া, আন্তর্জাতিক সম্পাদক মো. কবির হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মিজান খান, সদস্য বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম মুন্সি, রাশেদুল আল-আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসকপ দেবীদ্বার উপজেলা শাখার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোরশেদ আলম ভূইয়া, মোঃ মোজাফফর আহমেদ ও রফিকুল ইসলাম টুটুল, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুবেল সহ আরো অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন, ফখরুল ইসলাম সাগর, শাহিদুল ইসলাম, শাহীন আলম, মোঃ দুলাল প্রমুখ।