কবিতা- বাংলাদেশ
লেখকঃ শিহাব অাহম্মেদ
যদি চাও দেখতে দেশ,চলে এসো বাংলাদেশ
সুন্দর ভূবনে গড়া অামার প্রিয় বাংলাদেশ
নাহি কো তার শেষ সবার প্রিয় বাংলাদেশ
বাংলা অামার মাতৃ বাংলা অামার প্রিয় দেশ
হাজারও শিল্পে ভরা সবার প্রিয় বাংলাদেশ
রয়েছে কতশত হাজারও গানের প্রিয় দেশ
ভাটিয়ালী গানের সুর রয়েছে কত কন্ঠের যাদু
ওগো প্রাণের প্রিয় মাতৃ ভূমি সাবাস বাংলাদেশ
এদেশ কে বেসেছি ভালো মন প্রাণ উজার করে
তবুও বাংলাদেশ তুমি অামার হ্দয় গহিণে মাঝে
হাজারও সালাম দেশ মাতৃভূমি এ সোনার বাংলা
হারিয়েছি কতশত সম্মান ইজ্জত এই বাংলায়
তবুও অামি ভালোবাসি অামার প্রাণের বাংলা
যেখানেই থাকি সেই জন্মভূমি সোনার বাংলা
বাংলাই অামার জন্মভূমি বাংলাই অামার মা
অামার জননী তুমি ধরনী তুমিই সোনার বাংলা
কতশত গান হয় অামার সোনার বাংলা নিয়ে
কত ভালোবাসি অামার প্রাণের প্রিয় বাংলা
বুঝানোর নেই তো শেষ সেই প্রিয় বাংলাদেশ
হাজারও ভালবাসা রয়ে যাবে সোনার বাংলা।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.