প্রতিনিধি ১২ অক্টোবর ২০২০ , ১:০৪:৫২ প্রিন্ট সংস্করণ
শরিফা বেগম শিউলী-রংপুর প্রতিনিধিঃ
রোববার ১১ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ মানবাধিকার কমিশন রংপুর আঞ্চলিক কমিটি(রংপুর বিভাগ) এর কেন্দ্রীয় অনুমোদন লাভ পরবর্তী পরিচয় পত্র বিতরণ ও আলোচনা করা হয়।
লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট হাসান মাহাবুব আক্তার লোটনকে সভাপতি, জিয়াউল হায়দার খান টিপুকে নির্বাহী সভাপতি এবং মোঃ আব্দুল আজিজ চৌধুরী সাইদকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট এই কমিটি বাংলাদেশ মানবাধিকার কমিশন কেন্দ্রীয় অনুমোদন লাভ করেন।
এর আগে ধর্ষক ও শিশু নির্যাতন রোধ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। সভাপতি হাসান মাহাবুব আক্তার লোটন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজ চৌধুরী সাইদের সঞ্চালনায়, এতে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি হাসান মাহাবুব আক্তার লোটন, নির্বাহী সভাপতি জিয়াউল হায়দার খান টিপু, সিনিয়র সভাপতি মফিজার রহমান চাঁন, মোজাম্মেল হক,যুগ্ম সম্পাদক সোলাইমান,সংকৃতি সম্পাদক মাটি মামুন শিকদার, জয়নাল আবেদীন, শহিদুল ইসলাম খোকন, আব্দুল গনী, রতন,বাবলু, প্রমুখ।