টেকনাফ প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা বৃহস্পতিবার (২৫ মে) দুপুর তিন ঘটিকার সময় টেকনাফ বিএমইউজে কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন টেকনাফ উপজেলা শাখার সভাপতি এস এন কায়সার জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ অভির সঞ্চালনায় জরুরী সভায় আলোচনা করেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক আলম, সহ সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি মাস্টার আব্দুল মাবুদ, যুগ্ম সম্পাদক মাসুদ এইচ এম ফারুক শরীফ , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান হাসেমী, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ, দপ্তর সম্পাদক আব্দুর রহমান ইবনে আমিন, প্রচার সম্পাদক শাহিন আলম, ক্রীড়া সম্পাদক কবির আহমদ বদি,আইসিটি বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াজেদ আশরাফ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আনোয়ার, সদস্য আবদুল্লাহ মোহাম্মদ শোয়াইব,সদস্য, হেলাল আহমদ রাজ প্রমুখ।
উক্ত সভায় সভাপতি এস এন কায়সার জুয়েল বলেন, সাংবাদিকদের মর্যাদা অধিকার আদায়ে চাই সকলের ঐক্যবদ্ধতা। সকল সাংবাদিককে মিলে মিশে লেখনীর মাধ্যমে টেকনাফের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে অপরদিকে মাদক, মানবপাচার, অপহরণ, ডাকাতি, দুর্নীতিবাজ ও ভূমিদস্যুর বিরুদ্ধে কলম সৈনিকদের নিউজ এর মাধ্যমে রাষ্ট্র ও জনস্বার্থে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.