প্রতিনিধি ১৭ মে ২০২১ , ৪:৫৮:৩৮ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটি’র বরগুনা জেলা আহবায়ক কমিটি গঠিত
বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটি’র বরগুনা জেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আজ ১৭ মে সোমবার বরগুনা জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আমতলী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এর নির্দেশনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ সাইফুল্লাহ নাসির এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সাথে আলোচনাক্রমে, আমাদের নুতন সময় এর আমতলী উপজেলা প্রতিনিধি জিয়া উদ্দিন সিদ্দিকী কে আহ্বায়ক, দৈনিক প্রতিদিন সংবাদ এর তালতলী উপজেলা প্রতিনিধি মল্লিক মোঃ জামাল কে যুগ্ম আহ্বায়ক ও আমাদের নুতন সময় এর বামনা উপজেলা প্রতিনিধি রাসেল চৌধুরী কে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, মোঃ সাইদুর রহমান (দৈনিক ভোরের কলাম, আমতলী উপজেলা প্রতিনিধি), মাসুদ রেজা ফয়সাল ( দৈনিক সাগর কুল, বামনা উপজেলা প্রতিনিধি), মাসুদুর রহমান রনি ( দৈনিক গনকন্ঠ, পাথরঘাটা উপজেলা প্রতিনিধি), মিজানুর রহমান (বাংলাদেশ বুলেটিন ২৪ ডট কম, তালতলী উপজেলা প্রতিনিধি), আল আমিন মল্লিক (দৈনিক বিশ্ব মানচিত্র, বেতাগী উপজেলা প্রতিনিধি), হাওলাদার মোঃ মিসকাত (সহ বার্তা, সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ, আমতলী উপজেলা প্রতিনিধি), মোঃ রাসেদুল ইসলাম (রূপান্তর টেলিভিশন, বরগুনা উপজেলা প্রতিনিধি), পি এম সাজ্জাদ হোসাইন ( দৈনিক ভোরের চেতনা, আমতলী উপজেলা প্রতিনিধি), শাহরিয়ার রুবেল (দৈনিক অধিকার, আমতলী উপজেলা প্রতিনিধি) ও রাব্বি আহমেদ (বরিশাল ২৪ ডট কম, বরগুনা জেলা প্রতিনিধি)। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং কেন্দ্রীয় মহাসচিব মো: সুমন সরদার আজ বরগুনা জেলা আহবায়ক কমিটির অনুমোদন করেন এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে, গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে উক্ত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। বরগুনা জেলা আহবায়ক কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ।