মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:
বাংলাদেশ প্যারামেডিকেল এন্ড ডিপ্লোমা কাউন্সিল (বিপিডিসি)ঢাকা'র কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন খুলনা বিভাগের ডাঃ আর এম রনি এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের ডাঃ কামরুজ্জামান (সিমু) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রংপুর বিভাগের ডাঃ মোঃ জিয়াউল হক সিদ্দিকী।গতকাল সোমবার (৩মে) এই কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত মহাসচিব ডাঃ কামরুজ্জামান সিমু বলেন আমাকে অত্র সংগঠনের মহাসচিব নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি এই পেশায় সংযুক্ত সকরের প্রতি আহ্বান জানিয়ে বলেন বিপিডিসি একটি পেশাজীবি সংগঠন। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। অবহেলিত আটষট্টি হাজার গ্রাম বাংলার প্যারামেডিক্স ও ডিপ্লোমা চিকিৎসকদের অধিকার আদায়ে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।এছাড়াও খুব অল্প সময়ের মধ্যে (ঢাকা কেন্দ্রীয় কমিটির) আহবায়ক কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.