নিজস্ব প্রতিবেদক:
মুসলিম উম্মাহ'র নিকট বিশুদ্ধ ইসলাম পৌছে দেবার নিমিত্তে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ই নভেম্বর (শনিবার)সকাল ১১ টায় পাবনা শহরের বাঁশ বাজার মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস পাবনা জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মো: ইমদাদ হোসেন'র সভাপতিত্বে ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস পাবনা জেলা শাখার সদস্য সচিব শাইখ মোহম্মদ মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ফারুক।
সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শাইখ ড. মোহম্মদ শহীদুল্লাহ খান মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ড. আহমাদুল্লাহ ত্রিশালী, সাংগঠনিক সম্পাদক শাইখ আব্দুল মাতিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক আসাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নাটোর, কুষ্টিয়া জেলার জমঈয়তে আহলে হাদিস এর নেতাকর্মী বৃন্দ এবং পাবনা জেলার বিভিন্ন ইউনিট থেকে আসা আহলে হাদীস এর নেতাকর্মী ও সদস্য বৃন্দ।
সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তারা, পরিশুদ্ধ ইসলাম বাস্তবায়নে জমঈয়তে আহলে হাদিসের তাৎপর্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মো: ইমদাদ হোসেন কে সভাপতি ও শাইখ মো: মোশাররফ হোসেন কে জেনারেল সেক্রেটারি করে ৩৭ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী জমঈয়তে আহলে হাদিস পাবনা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, এই কমিটির অধীনে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও ঈদগাহ্ মাঠের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.