• সিলেট বিভাগ

    বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজানগর উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২২ , ৫:০৯:০০ প্রিন্ট সংস্করণ

    রাজনগর প্রতিনিধিঃ

    মৌলভীবাজার জেলাধীন রাজনগরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯নভেম্বর),সকাল ১১ঘটিকায়,রাজনগর কে.জি স্কুলে বাংলাদেশের প্রায় চল্লিশ হাজার কিন্ডারগার্টেন স্কুলের প্রতিনিধিত্বকারী সরকারি রেজিষ্ট্রেশন প্রাপ্ত (গভঃরেজিঃ এস-১০২৮/৯৮) একমাত্র সংগঠন “বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন” এর আওতাধীন রাজনগর উপজেলা শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বি.কে.এ রাজনগর শাখার সাধারণ সম্পাদক ও শাহ পরান (রাহঃ) কিন্ডারগার্টেন স্কুল মোকামবাজারের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রাশীদ এর সঞ্চালনায় ও অত্র সংগঠনের সহ-সভাপতি ও রাজনগর কে.জি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশীদ বকস এর সভাপতিত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিগত দিনের কার্যক্রমের উপর উপস্থিত সকলের সন্তুষপ্রকাশের পাশাপাশি আগামী দিনের ব্যাপক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়।

    কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২২-২৮ডিসেম্বর-২২ইংরেজীর মধ্যে উপজেলার কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকগণের অংশগ্রহণে “বনভোজন”। পর্যায়ক্রমে শিক্ষার্থীদেন অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আরো অনেক বিষয়াদী সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ও ঊষা কেজি স্কুল তেলিজুরীর প্রধান শিক্ষক মোঃ মোস্তফা বকস, অর্থ সম্পাদক ও হযরত শাহজালাল রাহ. একাডেমির প্রধান শিক্ষক ছানা কান্ত শীল,

    যুগ্ম সাধারণ সম্পাদক ও কমরুন নেছা একাডেমির প্রধান শিক্ষক মোছাঃ রুজিনা আক্তার,প্রচার সম্পাদক ও পাঁতাকুঁড়ি কে.জি স্কুল এর প্রধান শিক্ষক মোঃ দিলাল মিয়া, সহ প্রচার সম্পাদক ও মোকামবাজার কে.জি স্কুলের সহকারী শিক্ষক বনমালী শীল, কমরুন নেছা একাডেমির সহকারী শিক্ষক জিমু আহমদ, ইক্বরা মোকামবাজারের সহকারী শিক্ষক, ফয়জুল ইসলাম, রাজনগর কে.জি স্কুলের সহকারী শিক্ষক শাওন মজুমদার, রাজনগর চা বাগান এর প্রধান শিক্ষক আব্দুল মালেক,

    স্নেহা কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, গ্রীণ গার্ডেন কে.জি স্কুলের প্রধান শিক্ষক মুহিবুন নেছা খানম, রশীদুল্লাহ কে.জি স্কুলের প্রধান শিক্ষক রিম্পা রানী দাশ,মোঃ মুকিত আহমদ (ফুলকুড়ি কেজি স্কুল) ফুলজেন্ট কেজি স্কুলের সহকারী শিক্ষক জাকির হুসেন শাবিব, মোঃ হারিছ মিয়া(তারাপাশা আডিয়াল স্কুল) অর্ণব পাল (রাজনগর পাইলট স্কুল) অমূল্য আচার্য্য (সজল বাড়ী একাডেমি) মিনতি দত্ব ( বিএসকে বিদ্যানিকেতন) নারায়ন সোম ( বিষ্ঞুপদ ধাম) সহ প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ