সৈয়দ মাহমুদ শাওন-রাজশাহী:
আজ ১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার সকাল ৮টায় মহান বিজয় দিবসে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহা: আবু বাককার-এর নেতৃত্বে ভূবন মোহন পার্কের স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে এই দিনটি বিশেষভাবে পালিত হয়। নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে দিবসটি পালিত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্র ও আওতাধীন পাবনা, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীগণ নিজ নিজ জেলার স্মৃতি স্তম্ভে/শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক এমএস মোরশেদা খাতুন, সহকারী আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার ও এমএস উম্মে সালমা নাজিফা, সহকারী পরিচালক জনাব আবু তালেব হোসেন, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ও জনাব মো. মাহবুবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা এমএস শাহানা পারভীন ও জনাব মো. এমদাদুল হক, জনাব মো: ওয়ালিদ-উল-ইসলাম রনি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, রাজশাহী বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহ-সভাপতি জনাব মো. আরিফুল ইসলামসহ বাউবি’র রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সকলকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.