প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ৮:১১:৩১ প্রিন্ট সংস্করণ
ঐতিহ্য, সংগ্রাম, সাফল্যের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী মধ্যমে উদযাপন করেছে ছাত্রসেনা বৃহত্তর বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী।আজ ২১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টা বোয়ালখালী সদরে এস. এম রবিউল করিমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম (রনি) এবং উনার সাথে উনার সহযোদ্ধা ভাইস চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক হক্কানী, মাওলানা আবু নাসের জিলানী সহ প্রমুখ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে বক্তারা ছাত্রসেনার প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন।১৯৭৫ সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর একাত্তরের পরাজিত ঘাতকচক্র তাদের ধার্মিকতার মুখোশের আড়ালে নবীদ্রোহী তৎপরতার মাধ্যমে ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করতে অগ্রসর হয়।
এ লক্ষ্যে ওলামা-মাশায়েখ ঐকমত্য প্রকাশ করে ১৯৮০ সালের ২১ জানুয়ারি মাওলানা এম. এ. মান্নানকে আহবায়ক, মুহাম্মদ আলী হাসিনকে যুগ্ম-আহবায়ক, এম. এ. মতিন, মুহাম্মদ আকতার হোসেন নান্টু, সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান, সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, নিজাম উদ্দিন মাহমুদ, স. উ. ম. আবদুস সামাদ, হাফেজ মুহাম্মদ আব্দুল হাই, মুহাম্মদ আব্দুল মোতালেব ও মুহাম্মদ নাজমুল হাসানকে সদস্য করে ১১ জন প্রতিষ্ঠাতা সদস্য নিয়ে ‘বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’ নামে জাতীয়ভাবে সুন্নীয়তের সর্বপ্রথম সাংগঠনিক যাত্রার সূচনা করা হয়।
পরবর্তীতে প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় মাওলানা এম.এ মান্নান সভাপতি ও সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।এতে প্রধান অতিথি ছিলেন ইসলাম ফ্রন্টের যুগ্ম মহাসচিব স.উ.ম. আব্দুস সামাদ উদ্বোধক ছিলেন বর্তমান মেয়র পদপ্রার্থী আলহাজ্ব ফারুক বাহাদুর, উপজেলা ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী, নিজামুল করিম সুজন সহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী।