প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২১ , ৯:৫২:১১ প্রিন্ট সংস্করণ
বাঁশখালীতে একই দিনে একই সড়কে দ্বিতীয় সড়ক দুর্ঘটনা,আহত ৩
বাঁশখালীতে আজ দুপুর ১ ঘটিকায় ডেম্পার ও সিএনজি মুখোমুখি আহত হন শিক্ষক ও চালক সহ ৩ জন! চেচুরিয়ার বটতলি নামক স্থানে এই দুর্ঘটনার সূত্রপাত হয় বলে জানান একুশে মিডিয়ার সম্পাদক সাংবাদিক ছৈয়দুল আলম। তিনি জানান আহতদের মধ্যে বাঁশখালী হামেদিয়া মাদ্রাসার ইংরেজি শিক্ষক রমিজ উদ্দিন,যাত্রী নেজাম উদ্দিন, অটো চালক ছিলেন মোহাম্মদ পারভেজ নামক এক ব্যাক্তি।
এর আগে আজ ভোরেই তৈলারদ্বিপ ব্রীজের কাছে দুটি বাসের মধ্যে সংঘর্ষের একটি দুর্ঘটনাও ঘটেছিল।এক কথায় বাঁশখালীতে ক্রমবর্ধমান সড়ক দূর্ঘটনা বেড়ে চলেছে।”
জনসাধারণ মনে করেনy গাড়ির লাইসেন্স ও ড্রাইভার লাইসেন্স ছাড়া চালককে গাড়ি চালাতে না দিলে গাড়ি চালকরা ৯০%দূর্ঘটনা এড়াতে পারবে
কারন প্রশিক্ষণ বিহীন ড্রাইভার বেপরোয়া ভাবে গাড়ি চালায়।