কবি নজরুল কলেজ প্রতিনিধি:
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ বাঁধন ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনিরুজ্জামান মনির এবং সাধারণ সম্পাদক সাইফুল আছরার দায়িত্ব পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) কলেজের বি-ভবনের ১১২ নম্বর রুমে আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২৩ অনুষ্ঠানে সাবেক সভাপতি ও সেক্রেটারি নতুন কমিটির কাছে হস্তান্তর করে। এসময় বাঁধন ঢাকা সিটি জোন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী কলেজ বাঁধন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি মনিরুজ্জামান মনির বাংলা ডিপার্টমেন্ট (২০১৮-১৯) এবং সাধারণ সম্পাদক সাইফুল আছরার গণিত ডিপার্টমেন্ট (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। উল্লেখ্য, "একের রক্ষা অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন" স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে ১৯৯৭ সালের ২৫ অক্টোবর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে ঢাবির ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল থেকে বাঁধনের যাত্রা শুরু হয়। বাধন বর্তমানে ৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠান, ১২ টি জোন, ১৪১ টি ইউনিট ও ৩ টি ইউনিটের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.