প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২২ , ১২:৩০:১৫ প্রিন্ট সংস্করণ
কবিতা “বসন্তরূপ”
কবি জয়সেন চাকমা
কবিতা “বসন্তরূপ”
কবি জয়সেন চাকমা
কোকিল আসে ফাগুন মাসে
কুহু কুহু সুর,
বাতাস কোলে আমের বোলে
খুশির ভর-পুর।
পাখি ডাকে গাছের শাখে
ভালোলাগা বেশ,
পাতার ফাঁকে কোকিল ডাতে
প্রেমের ফোটে দেশ।
মন উল্লাস শিমুল পলাশ
কোকিল করে গান,
ফুলে হাসে ফাল্গুন মাসে
সুখ অনুভব প্রাণ।
পাখির খেলা বসে মেলা
মিষ্টি সদা সুর,
গাছের শাখে কোকিল ডাকে
দুঃখ করে দূর।
বাসন্তী রূপ কি অপরূপ
পুষ্প পাতায় সাজ,
মুকুল আসে আম্র গাছে
জীবন ফিরে আজ।