প্রতিনিধি ২২ আগস্ট ২০২০ , ১০:৪৮:০৩ প্রিন্ট সংস্করণ
নাহিদ সুমন জীবননগর চুয়াডাঙ্গাঃ
সম্প্রতি বসতবাড়িতে সাপের উপদ্রব বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, চারদিকে পানির পরিমাণ বেড়ে যাওয়া এবং সাপের আবাসস্থল কমে যাওয়ার কারণেই বসতবাড়িতে আশ্রয় নিচ্ছে বিষাক্ত সাপ।
বর্ষাকালে চারদিকে জল থৈ থৈ। আগাছা, আবর্জনায় ভর্তি। সাপের উপদ্রব বাড়ে এই সময়। বিশেষ করে গ্রামগঞ্জে সাপখোপের উপদ্রব বেশি হয়। বিপদের সম্ভাবনাও থাকে প্রচুর। কীভাবে বাড়ি থেকে সাপ তাড়াতে পারবেন এবং সাপের উপদ্রব থেকে মুক্তি পেতে পারবেন, রইল তার উপায় –
১) বর্ষাকালে বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিন। সাপ তাড়াতে কার্বলিক অ্যাসিড কার্যকরী। তবে কার্বলিক অ্যাসিড সবসময় কাঁচের পাত্রে রাখবেন। কোনও কাঁচের বোতলে অ্যাসিড রেখে বিভিন্ন জায়গায় রেখে দিন। সাপের দেহে Jacobs organ নামক এক ধরনের Smell Detective Organ থাকে যার সাহায্যে সাপ বাতাস থেকে গন্ধ নেয়। Carbolic Acid মিশ্রিত বাতাস যখন শ্বাস-প্রশ্বাসের সাথে সাপের দেহে প্রবেশ করে তখন সাপ বুঝতে পারে যে আশে-পাশের পরিবেশ তার জন্য নিরাপদ বা উপযুক্ত নয়। এই কারনে Carbolic Acid এর জার বা বোতলকে খোলা রাখা হয় যেন সহজেই তা বাতাসে মিশে যেতে পারে। তখন সাপও আর ধারের কাছে আসে না।
২) আশপাশের জঞ্জাল, আবর্জনা নিয়মিত সাফসাফাই করুন। বাড়ির চারপাশে ও বাগানে আগাছা জমতে দেবেন না।
৩) বাড়িতে ইঁদুর বা ব্যাঙের উপদ্রব থাকলে, সাপ বেশি আসে। তাই আগে সেগুলোকে তাড়ানোর বন্দোবস্ত করুন।
৪) বাড়ির চারপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখুন। তাতে ঘরে পোকামাকড়-সাপখোপের উপদ্রব থেকে মুক্তি পাবেন।
৫) বাড়ির আশপাশে গাছপালা বড় হতে দেবেন না। নয়তো সাপের উপদ্রব বাড়তে পারে।
৬) বাড়ির চারদিকে পানি জমলে, তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলুন। জলাশয় সাপের অত্যাচারের অন্যতম কারণ হতে পারে।
৭) ঘরে যাতে সাপ ঢুকতে না পারে, সে জন্য খেয়াল রাখুন বাড়ির কোথাও কোনও ফাঁকফোকর যেন না থাকে। নয়তো, আপনার নজর এড়িয়ে বাড়িতে সাপ ঢুকতে পারে। আগে থেকেই সেই পথ বন্ধ করে দিন।
৮) সাপ তাড়াতে বাড়ির চারপাশে সালফার পাউডার ছড়িয়ে রাখুন। এর গন্ধে সাপ বাড়ির ভিতরে ঢুকতে পারবে না।
আর কোন কারনে কাউকে সাপে দংশন করলে খুব দ্রুত পাশের হাসপাতালে নিয়ে পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাবস্থা নিতে হবে। “সংগৃহীত”