বরিশালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা কমিটির বাইরে মহানগর শাখা নামে কোন কমিটি নেই বলে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সম্পাদক শিবলী সাদিক খানের পক্ষ থেকে বলা হয়েছে সংগঠন বিরোধী একটি চক্র নিবন্ধিত স্বনামধন্য বিএমএসএফের ভাবমূর্তি ক্ষুন্ন করতে মরিয়া হয়ে উঠেপড়ে লেগেছে। আমরা চাইনা কপিরাইট আইনের মামলায় অন্য কেউ আসামী হোক; যেহেতু সরকারের আইন মন্ত্রণালয়ের অধীন রেজিষ্ট্রেশন অধিদপ্তরের আওতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ ট্রাস্ট আইনে নিবন্ধিত (নং ০৬/২০২২) এবং কপি রাইট আইনে সনদপ্রাপ্ত। এছাড়া শিল্পমন্ত্রণালয় থেকে লোগোটিও আহমেদ আবু জাফরের নামে নিবন্ধিত।
ইতিমধ্যে সংগঠন থেকে বহিস্কৃত লেজকাটা দলভারী করতে আমাদের কিছু সাংবাদিক বন্ধুদের ভুল বুঝিয়ে কোথাও শাখা কমিটি গঠনে বিভ্রান্তি সৃষ্টি করে নানা কাজে জড়িয়ে বিপদগ্রস্থ করে চলছে। জাতির বিবেক সাংবাদিক হিসেবে আপনারা জ্ঞান রাখেন, সরকার নিবন্ধিত সংগঠনের কপিরাইট অনুযায়ী কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে কেউ সংগঠনের নাম,লোগো,পরিচিতি ব্যবহার করার আদৌ সুযোগ আছে কিনা? বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বিভ্রান্তি, অপপ্রচার,চরিত্রহরণের মত অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহবান জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বিএমএসএফের ১৪ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.