জাহিদ তালুকদার-বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে আদালত প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে ফটো সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন সাংবাদিক আহত হয়েছেন। গুরুতর আহত ১৮ ফটো সাংবাদিককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (২ ফেব্রুয়ারি) বিকালে বরিশাল আদালত প্রাঙ্গণ ও এর সামনে সড়কে এ ঘটনা ঘটে।
জালিয়াতি মামলায় বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম-সহ ৫ জনকে জেল-হাজতে পাঠানোর চিত্র ধারণ করতে গেলে ফটো সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় আইনজীবীর সহকারী ও ইউপি চেয়ারম্যানের সমর্থকরা।
হামলায় হাসপাতালে ভর্তিরত আহতরা হলেন- আমাদের বরিশাল পত্রিকার ফটো সাংবাদিক মো. নাঈম, আহসান আকিব, ভোরের আলো এন আমিন রাসেল, বাংলার বনের শাফিন আহমেদ রাতুল, জিয়াদ, জুয়েল, আজকের বরিশালের সাইফুল ইসলাম, সুজন হাওলাদার, আবু কালাম আজাদ (সোহাগ), সাজ্জাদ হোসেন হৃদয়, বাংলা ভিশন চ্যানেলের কামাল হোসেন, মোহনা টেলিভিশনের অপুর্ব বাড়ৈ, যমুনা টেলিভিশনের শুভ হাওলাদার, মাই টিভির শফিক হোসেন, লিটন মোল্লা, প্রথম সকাল পত্রিকার বার্তা সম্পাদক সুমাইয়া জিসান ও সুন্দরবন পত্রিকার বার্তা সম্পাদক মিজান পলাশসহ মোট ১৮ জন।
আহত সাংবাদিকরা জানান, বাকেরগঞ্জের দাড়িয়াল ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে জালিয়াতি মামলায় জেল হাজতে পাঠানোর খবরে আদালত প্রাঙ্গণে ফটো সাংবাদিকরা ছবি তুলতে যান।এসময় চেয়ারম্যানের ভাইয়ের ছেলে সুজন হাওলাদার, সাইফুল ও আইনজীবী সহকারী কামরুজ্জামান, বাপ্পিসহ বেশ কয়েকজন মিলে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন। তখন ইউপি চেয়ারম্যানের ছবি ধারণের সময় ফটো সাংবাদিকদের ওপর প্রথম দফায় হামলা চালানো হয়। পরে অন্য সাংবাদিকরা প্রতিবাদ করতে গেলে আরও হামলা চালানো হয়। এক পর্যায়ে আদালতের সামনে রাস্তায় ফেলে সাংবাদিকদের পেটানো হয়। ভাঙচুর করা হয় ৬-৭টি মোটরসাইকেল।
পরে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রামানিক ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলমে খোকন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বরিশালের সর্বস্তরের মানুষ।
এদিকে, হামলায় অনেক সাংবাদিকের মোবাইল ও নগদ অর্থ লুটে নেন আইনজীবীর সহকারীরা।
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেন, ‘আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আহতদের বরিশাল শের -ই-বাংলা মেডিকেল হাসপাতালে ১৮ জনকে ভর্তি করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি আজিমুল করিম বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.