• গণমাধ্যম

    বরিশালে বকেয়া বেতনের দাবিতে সাংবাদিকের সমাবেশ

      প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ৮:২৫:২৭ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশালে ঈদের আগে বকেয়া বেতন ভাতার দাবিতে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ এপ্রিল রবিবার অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে উক্ত সমাবেশ পালিত হয়। এতে সভাপতিত্ব করেন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মনিরুল আলম স্বপন।
    এতে বক্তব্য রাখেন,সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ ব্যুরো চিফ মো: রফিকুল ইসলাম।

    সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা মানুষের অধিকার আদায়ে কাজ করে কিন্তু সাংবাদিকদের অধিকার আদায়ে কাউকে পাশে পাওয়া যায়না। তারা আরও বলেন, দ্রব্য মুল্যের উর্ধগতির কারণে সরকারি বেসরকারি কর্মকর্তাদের বেতন বাড়ালেও সাংবাদিকদের বেতন বাড়ানো হয়নি।

    অধিকাংশ ক্ষেত্রে সরকার নির্ধারিত ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন ভাতা দেওয়া হয় না। তাই ঈদের আগেই ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদ কর্মীদের বকেয়া বেতন পরিশোধের আহ্বান জানিয়েছেন ।উক্ত সমাবেশে বরিশালে কর্মরত বিভিন্ন সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ