প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২২ , ১১:৩৯:৫৯ প্রিন্ট সংস্করণ
মুফতী আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধিঃ
১৬ ফেব্রুয়ারি রোজ বুধবার প্রায় দুপুর ১২ টার সময় উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর বরিশাল সদরে আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সাহায্যে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নবগ্রাম রোডে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল মোঃ জসীম উদ্দীন হায়দার সাহেব ।
অনুষ্ঠানে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও দায়িত্বশীল ড. মোঃ নুরুল আলম, চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা পরিষদ মোঃ সাইদুর রহমান , উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল আবদুল কাদের, প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ডাঃ মোঃ নাসির উদ্দীন, মোঃ আনিসুজ্জামান।
উপ পরিচালক ডেইরি ফার্ম বরিশাল, রফিকুল ইসলাম সাহেব উপ পরিচালক পোল্ট্রি খামার আমানতগঞ্জ বরিশাল, উপজেলা প্রাণিসম্পদের দায়িত্বশীল বরিশাল সদর ডাঃ প্রদীপ কুমার বিশ্বাসসহ আরও অনেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ এর বিভিন্ন দিক উল্লেখ করে আলোচনা পর্যালোচনা করেন। পরে নেতৃবৃন্দ প্রদর্শনীতে অংশগ্রহনকারী খামিরিদের বিভিন্ন প্রকার স্টল পরিদর্শন করেন। সর্বশেষে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।