• বরিশাল বিভাগ

    বরিশালে পুলিশের হাতে ৭ ডাকাত আটক

      প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২২ , ৩:৩৬:৩০ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির সরঞ্জাম অর্থাৎ ধারালো অস্ত্র সহ ডাকাত চক্রের ৭ সদস্যকে আটক করেছে বরিশাল পুলিশ। শুধু তাই নয় তাদের কাজ থেকে স্বর্ন অলংকার এবং নগদ টাকা ও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
    আজ ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রায় ১১ টার সময় বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যলয়ে এ খবর নিশ্চিত পুলিশ সুপার অহিদুল ইসলাম।

    তিনি আরও বলেন গত ১১ জুন বরিশাল জেলার গৌরনদী উপজেলার কেফায়েত নগর এলাকায় একটি ঘরে জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের হাত পা বেধে মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ন অলংকার, মোবাইল ইত্যাদি নিয়ে যায়,এই ঘটনা উল্লেখ করে তানিয়া বেগম গৌরনদী থানায় একটি মামলা করেন,

    উক্ত ঘটনা সম্পর্কে গৌরনদী থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন ৩ দিন অভিযান চালিয়ে আমরা ৭ জন কে আটক করতে সক্ষম হয়েছি,আটককৃতরা হলো,ডাকাত চক্রের সরদার, বরগুনা জেলার আমতলী থানার কলাগাছিয়া এলাকার মোঃ দেলোয়ার হোসেন দিলু,পাশাপাশি তার সহযোগী বরিশালের গৌরনদী থানাধীন চররমজানপুর এলাকার রবিউল ইসলাম পারভেজ, পটুয়াখালী সদর থানাধীন বড়বিঘাই ইউনিয়নের পসারবুনিয়া এলাকার মোতালেব মীরা পনু,

    বরগুনা জেলার তালতলী থানাধীন ছোটবগির বেতিপাড়া এলাকার হারুন ওরফে তৈয়ব আলী ও একই এলাকার আমিনুল ফকির , পটুয়াখালী সদর থানাধীন তিতকাটা এলাকার স্থায়ী বাসিন্দা ও বরিশাল নগরীর রুপাতলী চান্দুমার্কেট এলাকার বর্তমান বাসিন্দা ছগির সিকদার সবুজ এবং ডাকাতিকালে লুণ্ঠিত স্বর্ণালংকার কেনাবেচার সহযোগী নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানাধীন উত্তর চরকাকড়া এলাকার শাহীন আলমকে গ্রেফতার করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ