প্রতিনিধি ১৯ মে ২০২৩ , ৮:৩৫:৪২ প্রিন্ট সংস্করণ
আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ট্টাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক এবং হেলপার সহ আহত প্রায় হয়েছে ১১ জন। আজ ১৯ মে শুক্রবার সকাল ভোরে ঢাকা বরিশাল সড়কে লাল পুর এলাকায় এ দূর্ঘটনায় ঘটে।
আহত মোঃ হাবিব খান, ঢাকা থেকে মালামাল সহ ঝালকাঠি জেলার নলছিটি যাচ্ছিলেন, পথিমধ্যে চালক ঘুমিয়ে পরায় এ দূর্ঘটনা ঘটে। এতে চালক হেলপার সহ মোট ১১ জন আহত হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিল কিনা তা জানা যায়নি। আহতদের মধ্যে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।