• বরিশাল বিভাগ

    বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাস্টমারের দাড়ি ছিড়ে ফিললো দোকানি

      প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৩ , ৪:২৯:৪৪ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশালে নাস্তার টাকা পরিশোধ করা নিয়ে কাস্টমারকে মারধর ও দাড়ি ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে এক দোকানদারের বিরুদ্ধে ।এতে সৌরভ নামে এক কাস্টমার আহত হয়েছে বলে জানা গেছে। তাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে কোতোয়ালি থানা ঘেরাও করেছে স্থানীয় জনগণ। আজ ৯ জানুয়ারী মঙ্গলবার লঞ্চঘাট ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, সকাল সৌরভ নামের এক ব্যাক্তি নাস্তা খেলে টাকা দেয়ার সময় ১০ টাকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, এক পর্যায়ে সৌরভকে মারধর ও দাড়ি টেনে ছিড়ে ফলে দোকানিরা। এনিয়ে জনগণ বিক্ষোভ মিছিল করলে পুলিশ এসে নিয়ন্ত্রণ করার চেষ্টা কালে পুলিশ এবং জনগণের সাথে হাতাহাতি হয়। এতে দুই পুলিশ সহ কয়েকজন আহত হন। আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন কোতয়ালী থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সিহাব ও সেলিম সরদার।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ