আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
টেকসই আগামীর জন্য-জেন্ডার সমতাই অগ্রগন্য’ স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।(৮ মার্চ)মঙ্গলবার সকাল প্রায় ১০টার সময় কলেজ ক্যাম্পাসের শেখ হাসিনা হল চত্বরে বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২২’ এর শুভ উদ্বোধন করেন প্রফেসর ড. মো. ছাদেকুল ইসলাম আরেফিন।
উক্ত নারী দিবস পালন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক সমিতির মাননীয় সভাপতি, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, শেখ হাসিনা হলের প্রভোস্ট, বঙ্গমাতা, শিক্ষকবৃন্দ, শেখ হাসিনা হলের আবাসিক অনাবাসিক শিক্ষক বৃন্দ,অনেক শিক্ষার্থীসহ দপ্তর প্রধানগণও উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনেক মহলের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন সকাল প্রায় সাড়ে ১০টায় শেখ হাসিনা হলের উদ্যোগে ক্যাম্পাসে একটি র্যালি বের করেন। সেই র্যালিটির নেতৃত্ব দেন শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীন। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.