বরগুনার তালতলীতে ৩৮০ পিস ইয়াবাসহ আনসার সদস্য আটক
বরগুনার তালতলীতে শাকিল (৩০) নামের এক আনসার সদস্যকে ৩৮০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ফেব্রুয়ারি)দুপুর ১ টার দিকে তালতলী লোকাল বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। শাকিল উপজেলা চরপাড়া এলাকার নজরুল হাওলাদারের ছেলে।
পুলিশ জানায় উপজেলার লোকাল বাস স্ট্যান্ডে ইয়াবা বিক্রি হচ্ছে এমন একটি সংবাদ পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে শাকিল নামের এক আনসার সদস্য কাছ থেকে ৩৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় শাকিল-এর কাছে আনসার সদস্যদের একটি আইডি কার্ড পাওয়া যায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া বলেন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩৮০পিস ইয়াবাসহ আটক করা হয় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.